
কিংস কাপের শেষ ষোলোতে মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর এবং করিম বেনজেমার আল ইতিহাদ। পুরো ম্যাচে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত ইতিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। তাতে কিংস কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।
ম্যাচের প্রথম হাফেই তিনটি গোল হয়। ১৫তম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে বেনজেমাকে দারুণ এক পাস দেন মুসা দিয়াবি। সেই বল পেয়ে তা জালে জড়াতে ভুল করেননি ইতিহাদের অধিনায়ক বেনজেমা।তবে সমতায় ফিরতে দেরি করেনি আল নাসর। ৩০তম মিনিটে রোনালদোর বাঁ দিক থেকে দেয়া বল ডি-বক্সের ভেতরে পেয়ে তা জালে জড়ান অ্যাঞ্জেলো। তবে লিড নিয়েই প্রথম হাফ শেষ করে ইতিহাদ।
প্রথম হাফে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে ইতিহাদের হয়ে গোল করেন হুসেম আওয়ার। দ্বিতীয় হাফের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ে আল ইতিহাদের আহমেদ আল-জুলাইদান। তাতে দ্বিতীয় হাফের প্রায় পুরো সময়টাতেই দশ জন নিয়ে খেলতে হয় তাদের। তবুও ইতিহাদকে আর গোল দিতে পারেনি আল নাসর।
৫৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদোর। তবে অফসাইডের ফাঁদে পড়েন তিনি। এছাড়াও, ৭৫তম মিনিটে রোনালদোর একটি ফ্রি কিক প্রতিপক্ষের বারের উপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত আর গোলের সুযোগ্যা পায়নি আল নাসর। তাতে কিংস কাপ থেকে বিদায় নিশ্চিত হয় তাদের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]