মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান, ৫০ গাড়ির বিরুদ্ধে মামালা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০২
মাওয়া এক্সপ্রেসওয়েতে অভিযান, ৫০ গাড়ির বিরুদ্ধে মামালা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফিটনেস ও লাইসেন্সবিহীন এবং বেপরোয়া গতিতে চলাচলের অপরাধে ৫০টি গাড়ির বিরুদ্ধে মামালা করেছে পুলিশ। সেইসঙ্গে লাইসেন্স না থাকায় চারটি বাসসহ পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে।


শুক্রবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে এক্সপ্রেসওয়েতে আকস্মিক এই অভিযান চালায় হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন।


অভিযানে হাইওয়ে পুলিশের আটটি টহল, মুন্সীগঞ্জ জেলা পুলিশের তিনটি টহল ও র‍্যাব-১০ এর একটি টহল দল অংশ নেয়। মধ্যরাত থেকে ভোর ৪টা পর্যন্ত চলে এই অভিযান। এতে নেতৃত্ব দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া।


তিনি জানান, ধলেশ্বরী টোল প্লাজা পয়েন্টে যানবাহনে কাগজপত্র চেক করা হয়। এ সময় চারটি বাস ও একটি মোটরসাইকেলের কোনো প্রকার কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। বাসগুরোর যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com