
সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে সর্বত্র। সেইসাথে বইছে হিমেল হাওয়া। তীব্র শীতের কারণে হাসপাতালগুলিতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর সংখ্যা।
এর পাশাপাশি তীব্র শীত ও ঠাণ্ডায় বিপাকে পড়েছেন ছিন্নমূল, অসহায় ও দিনমজুর শ্রেণির মানুষ।
কয়েকদিন ধরে বয়ে যাওয়া উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘনকুয়াশায় আচ্ছন্ন থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তীব্র শীতে সকালে ঘরের বাইরে বের হতে না পারায় নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। কমেছে তাদের দিনের আয়-রোজগার। এদিকে ঘন কুয়াশার কারনে রবি মৌসুমের ফসল বোরো ধানের বীজতলা, আলু ও সরিষা ক্ষেত ক্ষতির মুখে পড়েছে।
অপরদিকে শুক্রবার (৩ জানুয়ারি) জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, আজ কুষ্টিয়ায় এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]