
ঘন কুয়াশায় কাজিরহাট-আরিচা নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে দুই প্রান্তে আটকা পড়েছে শতাধিক মালবাহী ট্রাক।
শুক্রবার (৩ জানুয়ারি) বিআইডব্লিউটিসি কাজিরহাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কাজিরহাট ঘাট ছেড়ে যাওয়া ফেরি শাহ আলী ঘন কুয়াশায় নৌপথের মার্কিং পয়েন্ট ঢেকে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়ে। মার্কিং পয়েন্ট একেবারেই অস্পষ্ট থাকায় ফেরিটি ওখানেই আটকে থাকে প্রায় পৌনে এক ঘণ্টা। এরপর ধীরগতিতে প্রায় ৩ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আরিচা ঘাটে পৌঁছায় ফেরিটি। এরপর থেকেই ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে।
ফখরুজ্জামান বলেন, সন্ধ্যা থেকেই কুয়াশার তীব্রতা ব্যাপকভাবে বাড়তে থাকে। এর মধ্যেও গতি কমিয়ে অত্যন্ত সাবধানতার সঙ্গে ফেরি চালানো হচ্ছিল। কিন্তু সাড়ে ৯টার দিকে ছেড়ে যাওয়া শাহ আলী ফেরিটি মাঝ নদীতে আটকে পড়লে কোনো পাশ থেকেই আর ফেরি ছাড়া হয়নি।
তিনি বলেন, এখন দুই ঘাটে দুটি করে ফেরি রয়েছে। কাজিরহাট ঘাটে ১৩টি মালবাহী ট্রাক নিয়ে খান জাহান আলী এবং ৮টি মালবাহী ট্রাক ও একটি প্রাইভেটকার নিয়ে কিষাণী ফেরি অবস্থান করছে। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ছাড়া হবে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]