
পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর আরাফাত (১৫) উত্তর শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে গেলে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়।
তৎক্ষণাৎ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।
বিবার্তা/পলাশ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]