বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বাবা-ছেলের খোঁজ রাখে না কেউ
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪২
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বাবা-ছেলের খোঁজ রাখে না কেউ
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আতোয়ারুল (৫৫) ও তার ছেলে মুসলিম মিল্লাত মারুফ (২২) এর খোঁজ নেয়নি কেউ।


গত ৪ আগস্ট দুপুরে আতোয়ারুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে পায়ে আঘাত পায় এবং তার ছেলে মারুফ মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়িতে ফেরেন। এ ঘটনার পর থেকে কোন কাজকর্ম করতে না পারায় মানবেতর জীবন যাপন করছে তার পরিবার।


আহত আতোয়ারুল ইসলাম জানান, গত ৪ আগস্ট কালীগঞ্জে আন্দোলনে অংশগ্রহণ করতে যায় আমার ছেলে মুসলিম মিল্লাত মারুফ। আমি তার খোঁজ নিতে গেলে বৈষম্য বিরোধী আন্দোলনে আমার ও আমার ছেলের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে আমাদের চিকিৎসা হয়। আহত হওয়ার কারণে আমি দীর্ঘদিন থেকে কোন কাজ করতে পারছি না। তার কারণে আমার পরিবার অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছে।


তিনি আরো বলেন, আন্দোলন করে আমরা আহত হলাম, আজ নতুন বাংলাদেশের সুফল সবাই ভোগ করছে। নেতারা এখন রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন কেউ আমাদের আর খবর রাখে না। খেয়ে না খেয়ে দিন যাচ্ছে, কেউ খবর নিতে এলো না। গত তিন মাসে সরকারের লোকজনও খোঁজখবর নিতে এলো না। চিকিৎসা বাবদ একটি টাকাও কেউ দিলো না।


আহত আতোয়ার কান্নাজরিত কন্ঠে কেঁদে কেঁদে বলেন, আমরা অনেক গরীব মানুষ, অনেক কষ্ট করে আমাদের পাঁচ সদস্যের পরিবার চলে। এসময় তিনি সকলের সহায়তা প্রত্যাশা করেন।


এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ারা তুমপা বলেন, আহত আতোয়ারুল ইসলাম ও তার ছেলে মারুফের বিষয়টি জেনেছি। তারা আমার কাছে কাছে এসেছিলেন। সরকার নির্ধারিত আহতদের যে তালিকা করা হয়েছে তাতে তারা যুক্ত হয়নি। তালিকার বিষয়টি তারা জানতো না পরে তারা তালিকায় যুক্তর জন্য অনলাইনে আবেদন করেছেন। তারা যেন সুযোগ সুবিধা পায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব।


বিবার্তা/হাসানুজ্জামান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com