খানসামায়
ভোক্তা অধিকারের অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৫:০৫
ভোক্তা অধিকারের অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে।


মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাকেরহাট ও গোয়ালডিহি ভুল্লারহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


এসময় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।


জানা যায়, উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণ, মূল্যতালিকা না থাকা সহ বিভিন্ন অপরাধের দায়ে পাকেরহাট বাজারের কফিল এন্টারপ্রাইজকে ৩ হাজার, জিয়া ট্রেডার্সকে ৩ হাজার, সাদিয়া ফল ভান্ডারকে ২ হাজার, কৃষি সম্ভারকে ৫ হাজার এবং ভুল্লারহাট বাজারের সুমন এন্টারপ্রাইজকে ৫ হাজার ও আসাদ এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, বাজার ব্যবস্থাপনা ভালো রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


এসময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বাংলাদেশ পুলিশের সদস্যরা।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com