
দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহনেওয়াজ টেংকু থানা পুলিশের হাতে আটক হয়েছেন।
খানসামা থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ ডিসেম্বর) রাতে খানসামা উপজেলার পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার পুলহাট বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একাধিক থানার একাধিক মামলার এজাহার নামীয় পলাতক আসামী শাহনেওয়াজ টেংকুকে আটক করে থানা পুলিশের সদস্যরা। ছাত্র-জনতার ত্যাগে জুলাই গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এই আওয়ামী লীগ নেতা পলাতক ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, ইতিপূর্বেই দায়েরকৃত একাধিক মামলার আসামী শাহনেওয়াজ টেংকুকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাঁকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]