
উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় বিকেলেও দেখা মিলেনি সূর্যের। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশায় শীত জেঁকে বসেছে। এদিকে হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ বিপাকে পড়েছেন। রোদ না ওঠায় শহরে মানুষের আনাগোনাও কমেছে। যারা বের হয়েছেন, মোটা ও গরম কাপড় পরে এসেছেন।
সোমবার (৯ ডিসেন্বর) সকাল থেকেই ঘন কুয়াশা দেখা দেয়। বৃষ্টির মতো কুয়াশাও ঝরেছে। দুপুরের দিকে দেখা মিলেছে টুপটাপ বৃষ্টিরও। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৪ টা পেরিয়েও সূর্যের দেখা মেলেনি।
দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এদিন সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে গরম কাপড় গায়ে জড়িয়ে চায়ের আড্ডায় মেতে থাকা তরিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, শীত আসলেই মাথায় টেনশন আসে। তীব্র শীত ও কুয়াশায় মানুষ কাজে নিতে চায় না। এজন্য শীত আসলেই আমাদের মাথায় হাত পরে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ এবং বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার।
বিবার্তা/জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]