কুষ্টিয়ার দৌলতপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক মো. আরঙ্গজেব, সদস্য কামরুজ্জামান, রিফাইতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রেজাউল হক, প্রাগপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সামনে জাতীয় সংঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা কমান্ডের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও, রবিবার সকাল ৮টায় শহীদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রফিকুল আলম রফিক এর স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম রফিক ১৯৭১ সালের ৮ ডিসেম্বর আল্লার দর্গায় পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন।
উল্লেখ্য, দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর ১৯৭১ সালের ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত হয়। দৌলতপুরকে শত্রুমুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদারমুক্ত করেন। দৌলতপুরকে হানাদারমুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সম্মুখ যুদ্ধসহ ছোট-বড় ১৬টি যুদ্ধ সংঘটিত হয়। এ সকল যুদ্ধে ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েকশ নারী-পুরুষ শহীদ হন।
দিবসটি উপলক্ষ্যে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানের আয়োজন করলেও এ বছর ছিল না কোন কর্মসূচি।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]