সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খানসামায় পথ নাটক অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৯
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খানসামায় পথ নাটক অনুষ্ঠিত
খানসামা দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

"আসুন, আমাদের অধিকার আদায়ে সচেতন ও সোচ্চার হই" স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলায় 'আহ্বান' নামের পথনাটক অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৭ ডিসেম্বর) দিনব্যাপী খানসামা পিএফজি'র আয়োজনে উপজেলার চৌরঙ্গী বাজার, পাকেরহাট ও ভুল্লারহাট বাজারে সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় এ পথনাটক অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন খানসামা পিএফজি'র কো-অর্ডিনেটর নুরুল হক, সদস্য ওবায়দুর রহমান ও রকিবুল ইসলাম, ইয়ুথ এন্ডিং হাঙ্গার দিনাজপুর জেলা ফোরামের কো-অর্ডিনেটর জে আর জামান সহ আয়োজন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


নাগরিক অধিকার ও কর্তব্য নিয়ে এই পথনাটক শেষে উপস্থিত জনসাধারণের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন পিএফজি'র সদস্যরা।


এসময় বিভিন্ন শ্রেণী-পেশার নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পথনাটক উপভোগ করেন।


বিবার্তা/জামান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com