
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আমির আলী তালুদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪ ডিসেম্বর, বুধবার দুপুরে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট সরকার পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় প্রভাব বিস্তার করে দখল করেন।
বিষয়টি নিয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ কারা হয়। পরপর ৩টি নোটিশের পরে বুধবার (৪ ডিসেম্বর) তাকে দল থেকে বহিষ্কার ও সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে মো. আমীর আলী তালুকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]