ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২
ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
ইবি সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।


সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বায়ক তানভীর মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমন্বায়ক এস এম সুইটসহ সমন্বায়ক নাহিদ হাসান, হাসানুল বান্না অলি অন্য অন্য সমন্বায়করা।


সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বায়ক এস এম সুইট বলেন, হাজারও ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে চব্বিশের স্বাধীনতা অর্জিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে আমাদের অন্যতম দাবি ছিল ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি পাওয়া। আমরা আর কোন রাষ্ট্রের গোলামীর পাত্র হতে চাই না। অস্তিত্বের প্রশ্নে যারা ভারত প্রীতি ছাড়তে পারে না, তাদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। ভারতীয়
আধিপত্যের বিরুদ্ধে ছাত্র-জনতার লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। এই সংগ্রামে সকলকে পাশে চাই।


উল্লেখ্য, সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হিন্দুত্ববাদী এক সমিতির সমর্থকেরা এ হামলা চালায় বলে জানা গেছে। পরে এই হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।


বিবার্তা/জায়িম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com