
দর্শনা-ঢাকা রুটে সরাসরি ২টি আন্তঃনগর ট্রেন চলাচল, আগে চলাচল করা দুইটি লোকাল ট্রেন পুনরায় বরাদ্দ, দর্শনা হল্ট স্টেশনে ডাউন চিত্রা ও আপ সুন্দরবন ট্রেনের যাত্রাবিরতি এবং খুলনা-দর্শনা ডাবল রেল লাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দর্শনাবাসী।
২ ডিসেম্বর, সোমবার সকাল ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি আয়োজন করে দর্শনার জন্য আমরা ও দর্শনা প্রেসক্লাব। দল-মত নির্বিশেষে কয়েকশ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
দর্শনার জন্য আমরা সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলাম বাবুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে তিন সপ্তাহের সময় দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আগামী তিন সপ্তাহের মধ্যে দর্শনাবাসীর ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সর্ব প্রথম রেল স্টেশন দর্শনা আন্তর্জাতিক এই স্টেশনটি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আয় হয় এখান থেকে। চিত্রা আর সুন্দরবন ট্রেন দুটি খুলনা-ঢাকা ভায়া দর্শনা রুটে ট্রেন চলাচল করলেও তা আপ ও ডাউনে যাত্রাবিরতি নেই। যার ফলে দর্শনাসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের দুর্ভোগ পোহাতে হয়। রাতে এই স্টেশনটি ব্যবহার করতে পারেনা মানুষ। দুটি ট্রেন ব্যবহার করতে হলে চুয়াডাঙ্গায় যেতে হয়। যা মানুষের দুর্ভোগের কারণ। আমরা দর্শনাবাসী দীর্ঘদিন বঞ্চিত। অনতিবিলম্বে দর্শনা-ঢাকা রুটে এই আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার ব্যবস্থা করতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে। প্রয়োজনে রেলপথ অবরোধ করে দাবি আদায় করবো।
বক্তারা আরও বলেন, আজকের মানববন্ধনে যে দাবি করা হচ্ছে সেগুলো নতুন নয়, অনেক আগের। কিন্তু আমাদের দাবি পূরণ হয়নি সাবেক এমপি টগরের সদিচ্ছার অভাবে। তিনি রেল মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন, আমরা উনাকে বারবার বলেছি। কিন্তু তিনি এ ব্যাপারে মন্ত্রণালয়ে কোনো সুপারিশ করেননি। আমরা যোগাযোগ করলে রেল মিনিস্ট্রি আমাদের জানায় আপনাদের এমপি তো কিছু বলে না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অনিক বলেন, আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি। প্রয়োজন হলে ট্রেনের জন্য আরেকবার আন্দোলন করবো। আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়ব।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা কমরেড শহিদুল ইসলাম, দর্শনা সরকারী কলেজের সাবেক উপধ্যক্ষ মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা কমরেড সৈয়দ মজনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান, আব্দুল হান্নান, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ওসমান, দর্শনা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম অপু, ছাত্রদল নেতা অমিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।
বিবার্তা/সাঈদ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]