
শরণখোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার উদ্যোগে ছাত্রজনতার মতবিনিময় ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর, সোমবার এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ।
উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, ইসাহাক আলী মোল্লা, জসিম উদ্দিন তালুকদার (জাফর)।
সংবর্ধনায় অন্যান্যদেরর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, যুবদল নেতা শহীদুল ইসলাম লিটন, সাবেক ছাত্রদল নেতা মাসুদ হোসাইন,আবুল বাশার খান, মিরাজ হোসেন প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিবার্তা/শশী/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]