চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ আটক ২
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:১২
চুয়াডাঙ্গায় ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ আটক ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় দর্শনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ একটি অভিযানিক দল।


২ ডিসেম্বর, সোমবার সকালে পৌর এলাকার হঠাৎপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন- একই এলাকার আব্দুল মালেকের ছেলে জুবায়ের (৩০) ও খোরশেদ আলমের ছেলে শিপন ইসলাম (২১)।


এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, সকালে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ৩৬ বোতল ফেনসিডিল ও ৮৩ বোতল ভারতীয় ব্লাক হান্ট মদসহ জুবায়ের ও শিপন ইসলাম নামে দুই মাদক কারবারিকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


এ বিষয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/সাঈদ/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com