ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২ ডিসেম্বর, সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, উপ-পরিচালক কৃষি ষষ্ঠী চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ-পরিচালক, নিশাত মেহের, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা প্রিয় কমল চাকমা সহ অন্যান্যরা।


মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রতিটি ভোক্তা যেন তার ন্যায্যতা পায় সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। কৃষক লেভেল থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত মনিটরিং করা হচ্ছে, ফলে অতি দ্রুতই দ্রব্যের মূল্য কমে আসবে। এরপর ওপেন ফ্লোরে আগতরা তাদের মতামত তুলে ধরেন।


এসময় ব্যবসায়ী, কৃষকসহ এনজিওর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


বিবার্তা/রায়হান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com