
জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নরসিংদীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আব্দুল হান্নান, সিভিল সার্জন ডাঃ সৈয়দ মোঃ আমিরুল হক শামীম, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমানসহ জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতের স্বজন ও শিক্ষার্থীরা।
স্মরণ সভায় জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাসসহ আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]