
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/২০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষ পুর নামক স্থান হতে ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আগমনের সময় আটক করেন।
বুধবার (২৭ নভেম্বর) আনুমানিক ৬:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপির টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/২০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. সেলিম (৩০), পিতা মো. রেজাউল হক; মো. সোহেল (২২), পিতা লোকমান; উভয়ের ঠিকানা চাঁপাইনবাবগঞ্জের চরহরিশপুর, চরছেকালীপুর, মোছা. রোকছানা (৩০) শরীয়তপুরের গোসাইরহাট উত্তর মলমছড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের স্ত্রী।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানায়, ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক সেলিম ও সোহেল রাজ মিস্ত্রী কাজের জন্য এবং মোছা. রোকছানা বাসাবাড়িতে কাজের নিমিত্তে আনুমানিক ৩ মাস পূর্বে ভারতের অভ্যন্তরে আগরতলায় অবৈধভাবে গমন করে। পরবর্তীতে ৩ জন আঠারো হাজার টাকার বিনিময়ে বাংলাদেশী মানব পাচারকারী দালাল মো. কামাল (৪৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর মালঞ্চপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং মো. হৃদয় (২৫), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর সন্তোষপুর গ্রামের মো. গোলাম আলী'র ছেলের সহযোগিতায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট আটক হয়।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন-৪ টি, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী-৩১ টি, ভারতীয় শার্ট ও প্যান্টের পিস-৯ টি, ভারতীয় শাল চাঁদর-২টি, ভারতীয় বিভিন্ন প্রকার Pain Relief Balm- ১৪ টি, ভারতীয় কিসমিস-২ কেজি, বাংলাদেশী ২,০০০ টাকা, মশারী-২ টি, ট্রাভেল ব্যাগ- ২ টি পাওয়া যায়।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মালামালসহ এবং পলাতক বাংলাদেশী মানব পাচারকারীদের নামে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের করে আসামী হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]