
বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় হত্যাকান্ডের মামলায় কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তি ও বহিষ্কৃতদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৭ নভেম্বর, বুধবার দুপুরে ফেনী শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিডিআর কল্যাণ পরিষদ জেলা কমিটির ২০ সদস্য ও ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।
এসময় বক্তব্য দেন বিডিআর কল্যাণ পরিষদ জেলা কমিটির সমন্বয়ক ফেরদৌস আল মামুন, সদস্য হাবিলদার নিজাম উদ্দিন, মোহাম্মদ আবদুল্লাহ, আবদুল মতিন, মনসুর আহম্মদ, আবদুল মান্নান, সিরাজুল ইসলাম, নুর নবী ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকান্ডের ঘটনাটি তৎকালীন সরকারের পরিকল্পিত একটি গণহত্যা।
নিরপরাধ ও দেশপ্রেমিক বিডিআর সদস্যদের অন্যায়ভাবে হত্যা মামলায় জড়িয়ে সাজা দিয়েছে, অনেক বিডিআর সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
নিজেদের নির্দোষ দাবি করে কারাবন্দী সকল বিডিআর সদস্যদের মুক্তি ও বহিষ্কৃতদের চাকুরিতে পুনর্বহালের জন্য বর্তমান সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]