
রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়। তারা হলেন- আবুল কালাম (৪১) ও শফিকুল ইসলাম (৩৯)।
২৭ নভেম্বর, মঙ্গলবার যাত্রাবাড়ীর টোল প্লাজা এলাকা সড়কে গাড়ি তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ। তিনি জানান, যাত্রাবাড়ীর টোল প্লাজা এলাকায় একটি নোয়া গাড়ি আসে৷ পরে সেটি তল্লাশির সময় গাড়ির একটি অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় গাড়ির চালক ও মালিককে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরকে জানিয়েছেন, তারা একটি মাদক সিন্ডিকেটের সদস্য। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে কক্সবাজারের টেকনাফ এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উঠতি বয়সী তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের কাছে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক রাসেল আলী বাদী হয়ে মামলা করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]