
নরসিংদীতে মানব পাচার প্রতিরোধে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর, মঙ্গলবার নরসিংদীর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ বেগম মেহেরুন্নেসা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান তারিক হায়দার।
কর্মশালায় বক্তারা বলেন, মানব পাচার বিশ্বব্যাপী একটি সমস্যা এবং একটি ঘৃণ্য অপরাধ। পাচারের শিকার মানুষের মানবাধিকার নানাভাবে লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর দরিদ্রতা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব আর উন্নত জীবনের হাতছানি এসব কারণেই নারী, পুরুষ ও শিশু পাচার ক্রমশ বেড়ে চলছে।
এসময় নরসিংদী জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক সেতারা বেগম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নিবারণ রায়, নরসিংদী জজ কোর্টের পিপি এড. আব্দুল বাছেদ ভূইয়া, নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি এড. শিরিন আক্তার শেলী, জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক একেএম দাউদুল হক, অন্তরঙ্গ সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মতিউর রহমান জাকির, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মুখলেছুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মিজানুর রহমান, নরসিংদী জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক এড. মমিনুল হক, চিনিশপুর দিপশিখা মহিলা সমিতির নির্বাহী পরিচালক সফুরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
বিবার্তা/কামরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]