ফেনীতে যুবদলের দু'গ্রুপের সংঘর্ষে আহত ৭
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৪
ফেনীতে যুবদলের দু'গ্রুপের সংঘর্ষে আহত ৭
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু'গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন।


সোমবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ ও সেনা বাহিনীর অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।


জানা গেছে, সোমবার সকালে আমিরাবাদের সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনকে বাজারে ঘুরতে দেখে সদর ইউনিয়ন যুবদল নেতা সুজন ও পলাশকে জিজ্ঞাসা করেন প্রতিপক্ষের যুবদল নেতা সমির উদ্দিন। এতে ক্ষিপ্ত হয়ে সমিরকে মারধর করেন সুজন ও তার সহযোগীরা। এ ঘটনার জেরে রাত ১১টার দিকে সমিরের সহযোগী আনোয়ারের নেতৃত্বে ২০/২৫ জন সশস্ত্র যুবদল কর্মী সুজনের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ৭জন আহত হয়।


আহতরা হলেন, যুবদল নেতা সুজন, পলাশ, মামুন, আনোয়ার, সমির উদ্দিন, মৎস্যজীবি দলের নেতা মিলন ও ছাত্রদল নেতা সজীব।


আহতদের ফেনী জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, উভয় গ্রুপ অস্ত্র নিয়ে প্রকাশ্যে বাজারের ফারুকের দোকানের সামনে মারামারি করেছে। এতে কয়েকজন রক্তাক্ত জখম হয়েছে।


উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন জানান, ছাত্রলীগ নেতাকে নিজেদের সাথে রেখে দলের কর্মীদের ওপর হামলা করেছে যুবদল নামধারী কয়েকজন সন্ত্রাসী। গ্রামের লোকজন তাদেরকে প্রতিহত করেছে।


আহত সুজন জানান, উপজেলা যুবদল নেতাদের গ্রুপিংয়ের জেরে শাহাপুরে নিরিহ কর্মীদের রক্তাক্ত করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।


সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশের পৃথক টিম ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। হামলার ঘটনায় যুবদল নেতা নুর নবী বাদি হয়ে ১২ জনের নামোল্লেখ করে একটি এজাহার জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/মনির/এসব

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com