
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আলী আহমদ, রফিজ মিয়া, লুৎফা বেগম, সফরজান, শানু বেগম, খোদাইতলী গ্রামের আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা হোসেনে আরা এবং অটোরিকশা চালক অটোচালক সাজু।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় কালিকাপুর এলাকার গেটম্যান বিহীন রেলক্রসিং দিয়ে অটোরিকশাটি পার হবার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে ও পরে আরও তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হন।
ওসি জানান, ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।
দুর্ঘটনাকবলিত অটোরিকশার যন্ত্রাংশ পড়ে আছে রেললাইনের মাঝখানে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই বলে জানান লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন।
তিনি বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়েন অটোরিকশাচালক। এতে করে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিবার্তা/আল মামুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]