
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসময় পলিথিন বিক্রি ও মজুদ করায় তিন ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ নভেম্বর, সোমবার দুপুরে ফেনী শহরের বড় বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন এ জরিমানা করেন।
জানা গেছে, সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় ফেনী বড় বাজারে পলিথিন বিরোধী অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে ফরিদ রেকসিন থেকে ১৯ কেজি, নাজিম এন্টারপ্রাইজ থেকে ৬০ কেজি ও রুবেল এন্টারপ্রাইজ থেকে ৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত, ল্যাব অ্যাটেনডেন্ট সাইফুল করিম, নমুনা সংগ্রহকারী জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
এসময় পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা, বিক্রেতাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর হোসাইন জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলিথিন বন্ধে ক্রেতা-বিক্রেতাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]