
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৩৩ জন আহত শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য এসেছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তারা নিজেরাই ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে আসেন। ইতিমধ্যে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বেশিরভাগেরই মাথায় লাঠি, কিল ঘুষির আঘাত রয়েছে।
আহতরা হলেন, মো. হাসিনুর রহমান (২২), মো. রাজিব (১৯), অনুপম দাস শাহেদুল (২০), মো. নোমান (২০), মো. শাহিদুল হুমায়ুন (২১), ইসলাম (২১), মো. ফারুক (২১), মো. রানা (২০), মো. আরাফাত (২০), সুমন (২২), মারুফ (২১), রুমান (১৯), মোহাম্মদ ইয়াসিন আরাফাত (২১), মিনহাজ হোসেন নাফি (১৮ ), গুলিবিদ্ধ আব্দুর রহমান তুহিন (১৭), মোহাম্মদ রোহান (২৩)। এপর্যন্ত ১৭ টি টিকিট বিক্রি হয়েছে অন্যান্য আহতরা বিনা টিকিটে গণহারে চিকিৎসা নিচ্ছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, সংঘর্ষে এ পর্যন্ত ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেলে জরুরি বিভাগের চিকিৎসা এসেছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]