টেকনাফ সৈকতে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১৫:৪৪
টেকনাফ সৈকতে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
টেকনাফ সমুদ্র সৈকত। ছবি: সংগৃহিত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ তুলাতলী ও লম্বরী পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে।


সোমবার (২৫ নভেম্বর) টেকনাফ সমুদ্রসৈকতের তুলাতলী পয়েন্টে মঞ্জুরুল ইসলামের (১২) মরদেহ এবং ভোর ৫টার দিকে মো. বাবুলের (১০) মরদেহ লম্বরী পয়েন্ট থেকে স্বজনরা উদ্ধার করে।


এর আগে রবিবার (২৪ নভেম্বর) সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ হয়েছিল।


মৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।


বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন।


তিনি জানান, টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com