লামায় সাম্প্রদায়িক উসকানি দাতার বিরুদ্ধে মানববন্ধন
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৪২
লামায় সাম্প্রদায়িক উসকানি দাতার বিরুদ্ধে মানববন্ধন
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উপজেলা প্রশাসনের বিরুদ্ধে মিথ্যাচার করে জনসাধারণের ব্যবহৃত শত বছরের লামা বাজার পুকুরটির সংস্কার কাজ বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত ও এ ঘটনাকে পুঁজি করে সাম্প্রদায়িক উসকানি দিয়ে নিজের স্বার্থ হাসিল চেষ্টাকারী বিপ্লব দাসের শাস্তির দাবি তুলে মানববন্ধন করা হয়েছে।


২৪ নভেম্বর, রবিবার বিকেল ৪টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ সম্মুখ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে ‘হিন্দু মুসলিম ভাই ভাই, লামার মাটিতে উগ্রবাদীর ঠাঁই নাই’, ‘সাম্প্রদায়িক উসকানি দাতা বিপ্লব দাসের বিচার হোক’-এ স্লোগান সম্বলিত পেস্টুন হাতে শতাধিক ব্যবসায়ী, সনাতন ধর্মাবলম্বী ও সচেতন মহল অংশ গ্রহণ করেন।


এতে পুকুর সংস্কার কাজ বন্ধের ষড়যন্ত্রকারী বিপ্লব দাসকে গ্রেফতারপূর্বক শাস্তির দাবি তুলে বক্তব্য রাখেন- বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আমান উল্লাহ ও সাধারণ সম্পাদক বিপুল নাথসহ ব্যবসায়ী দিলীপ কান্তি দাস প্রমুখ।


জানা যায়, লামা বাজারের জনসাধারণের ব্যবহৃত পুকুরটি দীর্ঘ দুই যুগ ধরে সংস্কারের অভাবে অকেজো হয়ে পড়ে। সম্প্রতি স্থানীয় ব্যবসায়ী, সনাতন ধর্মাবলম্বী ও সচেতন মহল পুকুরটি সংস্কারের জন্য জোর দাবি তুলেন। এ প্রেক্ষিতে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকার মাধ্যমে সাংবাদিকরা সরেজমিন প্রতিবেদনে বিষয়টি তুলে ধরেন। পরে প্রশাসনের নজরে আসলে স্থানীয়দের সম্মতি ও আবেদনের প্রেক্ষিতে পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।


পুকুর পাড়ে অবৈধভাবে স্থাপিত জুপড়ি রান্নাঘর সকলেই স্ব স্ব উদ্যোগে সরিয়ে নিলেও বিপ্লব দাসের পরিবার সরিয়ে নেয়নি। তাকে স্থানীয় ব্যবসায়ী, পাশের সনাতন ধর্মাবলম্বী, সচেতন মহল ও উপজেলা নির্বাহী অফিসার একাধিকবার অনুরোধ জানালেও বিপ্লব দাস রান্না ঘরটি সরিয়ে নেয়নি। উল্টো বিপ্লব দাস নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে উসকানিমূলক পোস্ট করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে।


জনসাধারণের স্বার্থে পুকুরটি সংস্কার কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান, মানববন্ধনে অংশগ্রহণকারী বাজার ব্যবসায়ী, সনাতন ধর্মাবলম্বী ও সচেতন মহল।


এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিপ্লব দাস বলেন, দীর্ঘদিন ধরে আমিও পুকুরটি সংস্কার করার জন্য দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু দিলীপ কান্তি দাস সহ একটি কুচক্রী মহল পুকুরটি দখল করে মার্কেট নির্মাণ করার চেষ্টা করে, আমি এর প্রতিবাদ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মানববন্ধনসহ মিথ্যাচার করেন। বর্তমানে পুকুরটি সংস্কারকালীন সময়ও পূর্বপাশ ও উত্তর পাশে গাইড ওয়াল নির্মাণের নামে স্থানীয় বাসিন্দারা পুকুরের অনেকাংশ দখল করেছে।


বিবার্তা/আরমান/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com