ফেনীতে
নকল মশার কয়েল বিক্রেতাসহ ৩ দোকানিকে জরিমানা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ২০:৩৪
নকল মশার কয়েল বিক্রেতাসহ ৩ দোকানিকে জরিমানা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল মশার কয়েল বিক্রেতাসহ তিন দোকানিকে জরিমানা করা হয়েছে।


২৪ নভেম্বর (রবিবার) দুপুরের দিকে শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।


জানা যায়, দীর্ঘদিন ধরে বাওমা আর.সি.পি.এল এলায়েন্সের নাম ও লোগো ব্যবহার করে নকল কয়েল বাজারজাত করে আসছিলেন মো. রেজাউল নামে শহরের রামপুরের এক বাসিন্দা।


বিষয়টি জানতে পেরে ভোক্তা অধিকারে অভিযোগ করেন ভাওমার সেলস এন্ড মার্কেটিং এর জেনারেল ম্যানেজার নাজমুল হোসাইন।


এরপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী সদরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হয়।


এ সময় মূল হোতাকে ৫ হাজার টাকা ও শহরের বড় বাজারের গৌরি শংকর মার্কেটের ইকবাল স্টোর, হাজারী মার্কেটের জনতা ট্রেডার্স, কমল পট্টির মেসার্স করিম ট্রেডার্সকে দুই হাজার করে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া নারিকেল পাট্টির মিলন স্টোর, মাছ বাজারস্থ হক স্টোরসহ বেশ কয়েকজন দোকানিকে সতর্ক করা হয়।


এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মূল হোতাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যে সমস্ত মার্কেটে নকল পণ্য দেওয়া হয়েছে, তা উত্তোলন করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীকে রিপোর্ট করতে নির্দেশ প্রদান করা হয়েছে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com