টেকনাফ সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৭:৫৮
টেকনাফ সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে মাদ্রাসা পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুইজন শিশু নিখোঁজ রয়েছে।


রবিবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বিচ পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের কাজ করছে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।


নিহত শিশু টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়ার বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।


নিখোঁজরা হলেন- একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) এবং নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। তিনজনই খোনকার পাড়া আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার শিক্ষার্থী।


বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, ফুটবল খেলা শেষে তারা সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যায় তিনজন। একজনের মরদেহ উদ্ধার করা হলেও বাকী দুইজনের মরদেহ এখনো উদ্ধার করা হয়নি।


টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, ১৫ জন শিশু সমুদ্রে ফুটবল খেলতে যায়। খেলা শেষে তারা সেখানে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তারা স্রোতের টানে তলিয়ে যায়। একজনের মরদেহ উদ্ধার করা হলেও দুইজনের মরদেহ এখনো পাওয়া যায়নি।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com