রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিনের ৩ সদস্য নিহত
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৩:২৭
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিনের ৩ সদস্য নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের রুমা এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সদস্য নিহত হয়েছেন।


রোববার (২৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ’র একটি গোপন আস্তানার সন্ধান পায়। এসময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র তিন সন্ত্রাসী নিহত হন এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযান এখনো চলমান। তবে নিহত কেএনএ সদস্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।


উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর রুমা উপজেলার মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফ’র একটি আস্তানা ধ্বংস করে সেনাবাহিনী। সেখান থেকেও অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com