
রাজধানীর ফার্মগেটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় মানসী প্লাজা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এর আগে, এদিন সকাল ৯টা ২০ মিনিটের দিকে ভবনটির বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, আগুনটি তেমন ভয়াবহ ছিল না। তবে ভবনের বেজমেন্টে প্রচুর ধোঁয়া থাকায় ভেতরে ঢুকতে সময় লেগেছে। এজন্য আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সময় লেগেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]