
স্প্রিং এডুকেশন এসোসিয়েশন’র উদ্যোগে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও আনন্দঘন পরিবেশে ‘জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা’২৪ অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর, শুক্রবার প্রথমবারের মত স্বেচ্ছাসেবী সংগঠন ইতিহাদ’র পরিচালনায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে সকাল ৯টায় শুরু হয়ে বেলা ১১টায় এ পরীক্ষা শেষ হয়।
এতে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪৪ শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।
এ উপলক্ষে সকাল থেকে শিক্ষার্থী অভিভাবকের পদচারনায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং, সাংবাদিক মো. নুরুল করিম আরমান ও মো. রফিকুল ইসলাম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ সৃস্টি, মেধার বিকাশ ঘটানো ও জাতীয় পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, ইতিহাদ’র প্রতিষ্ঠা চেয়ারম্যান আসাদুল ইসলাম তন্ময়।
ইতিহাদ’র সহকারী প্রতিষ্ঠা ও পরিচালক মুসফিকুর সালেহীন সামি, নির্বাহী প্রচারণা সম্পাদক মো. সাইফুল ইসলাম ইমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মুনতাসীর, সহ-প্রতিষ্ঠাতা ও অর্থ নির্বাহী শয়ন বড়ুয়া ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী আশরাফুজ্জামান চৌধুরী সহ ১৭ জনের একটি টিম পরীক্ষা পরিচালনা করেন।
পরীক্ষার ফলাফল চলতি বছরের ডিসেম্বরের মাসে প্রকাশিত হবে বলে জানান আয়োজকরা।
বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী একাধিক শিক্ষার্থী অভিভাবক কামরুল হাসান পলাশ ও মো. ইসহাক জানায়, মেধাবৃত্তির এ পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কে উজ্জ্বল করার পথ সুগম করবে।
এ বিষয়ে স্প্রিং টাইম ক্যাম্পের চেয়ারম্যান গাজী আশিকুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য এ পরীক্ষার মাধ্যমে শুধু মেধাবী শিক্ষার্থী বের করা নয়, বরং তাদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ শিক্ষা জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা। এ পরীক্ষার মাধ্যমে আমরা শিক্ষার উন্নয়নে একটি নতুন অধ্যায় রচনা করতে চাই।
এদিকে পরীক্ষার আয়োজনে সহযোগিতা করায় উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ইতিহাদ’র প্রতিষ্ঠা চেয়ারম্যান আসাদুল ইসলাম তন্ময়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]