
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিগরাজ নৌঘাঁটিতে দুপুর থেকে বিকেল পর্যন্ত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস কপোতক্ষ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত রাখা হয়।
জাহাজটি দেখতে সেখানে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক মানুষের ঢল নামে। এ সময় আগত সকলে পুরো জাহাজটি ঘুরে দেখেন। সেই সাথে জাহাজ কর্তৃপক্ষও দর্শনার্থীদেরকে এ যুদ্ধ জাহাজের বিভিন্ন অংশের ব্যবহার গোলাবারুদসহ সকল বিষয়ের সম্পর্কে ধারণা প্রদাণ করেন।
জাহাজটির অধিনায়ক কমান্ডার রাইয়ান বলেন, জাহাজটি উম্মুক্ত রাখার কারণ হলো নতুন প্রজন্ম যাতে নৌবাহিনীতে উদ্ভুদ্ধ হয়। তারা যাতে দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীতে যোগদান করে নিজেকে আত্মনিয়োগ করতে উৎসাহিন হন।
বিবার্তা/জাহিদ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]