
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুবাস চন্দ্র এজাহারভূক্ত মামলার ৩নং আসামি।
২১ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের জন্য তিনি হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় বেশ কয়েকজন আহত হন।
ঘটনা উল্লেখ করে ৯০ জন কে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।
গত ৫ নভেম্বর সুবাস বোস হাইকোর্টে এ মামলায় আগাম জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন না দিয়ে আগামি ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে আদেশ দেন।
উচ্চ আদালতের আদেশ মোতাবেক তিনি বৃহস্পতিবার নড়াইল চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিবার্তা/শরিফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]