
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১টি ফিশিং ট্রলার ‘ঝড়’সহ ১৬ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলার ও জেলেদের আটক করে কোস্ট গার্ড। পরে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
২০ নভেম্বর, বুধবার সমুদ্রসীমায় টহলরত কোস্ট গার্ডের জাহাজ ১টি ট্রলার ‘ঝড়’সহ ১৬ জন ভারতীয় জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। পরে রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ৪শ কেজি বিভিন্ন প্রজাতির মাছ নিলাম ১লাখ ১১হাজার টাকায় বিক্রি করা হয়। আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ডের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটককৃত জেলেদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।
বিবার্তা/জাহিদ/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]