
রাজধানী শাহবাগের বকশিবাজার মোড় থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২১ নভেম্বর, বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার (উপ পরিদর্শক) এসআই জিয়াউল হক জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে দিকে ত্রিপল নাইনে খবর পেয়ে বকশিবাজার মোড়ে গিয়ে দেখতে পাই সাদা পাঞ্জাবি পরা অজ্ঞাতনামা এক ব্যক্তি চিৎ অবস্থায় পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারি, এই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। এখানেই থাকতেন ও ঘুমাতেন। আমরা (সিআইডির) ক্রাইম সিনে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় জানা যেতে পারে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]