
মেঘনা সেতুতে হঠাৎ পণ্যবাহী ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে মেঘনা সেতুর ওপরে একটি পণ্যবাহী ট্রাক উল্টে এই যানজটের সৃষ্টি হয়; যা পরবর্তীতে মহাসড়কটির গজারিয়া অংশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে। দীর্ঘ যানজটে আটকা পড়ে অনেক যাত্রী ও পণ্যবাহী যান। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
তথ্য নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহাসড়কের মেঘনা ব্রিজে সুতাবোঝাই একটি পণ্যবাহী ট্রাক উল্টে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ট্রাক থেকে মালামাল না সরানো পর্যন্ত উল্টো যাওয়া ট্রাককে রাস্তা থেকে সরানো যাচ্ছে না। তবে এক লেন দিয়ে যানবাহন চালিয়ে যানজট নিরসন চেষ্টা চালছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]