
সাভারের ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহতের ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে শ্রীরামপুর এলাকায় শ্রমিকরা সড়ক সড়ক আটকে দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
এর আগে বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন।
নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।
রাতে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা গেছে বলে নিশ্চিত হয়েছি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]