বিএনপির একপক্ষের বিরুদ্ধে অপরপক্ষের বসতবাড়িতে হামলার অভিযোগ
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২৩:৫৩
বিএনপির একপক্ষের বিরুদ্ধে অপরপক্ষের বসতবাড়িতে হামলার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় বিএনপির একপক্ষের অপর আরেক পক্ষের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা বাড়ির বিভিন্নস্থানে ভাংচুর চালায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


গত মঙ্গলবার রাতে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর বিশ্বাস মাজাইল এলাকার এস এম শহিদুল ইসলাম আলমের বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।


এস এম শহিদুল ইসলাম আলম পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু গ্রুপের রাজনীতি করেন। এছাড়াও তিনি একজন পাট ব্যবসায়ী।


এস এম শহিদুল ইসলাম আলম বলেন, আমি সাবু ভায়ের রাজনীতি করি। এ কারণে হারুন গ্রুপের পাট্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিক ও পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ৭ লক্ষ টাকা চাঁদা দাবি করে। গত ৫ নভেম্বর সন্ধ্যায় তারা আমার উপর অতর্কিত হামলা করে। আমার হাত ভেঙে যায়। আমি এখনও বাড়িতে যেতে সাহস পাচ্ছি না। এরই মধ্যে গত মঙ্গলবার রাতে তারা আমার বাড়িতে হামলা করে। আমার স্ত্রী তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। তবুও আমি বাড়ি যেতে পারছি না। তারা এখনো নানাভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।


এ বিষয় জানতে পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের মুঠোফোনে একাধিক বার কল দিলেও পাওয়া যায়নি।


পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। পরে উভয়পক্ষকে ডেকে শান্ত থাকতে বলা হয়েছে।


মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com