
রাজধানীর হাজারীবাগে ছাত্রদলের সাথে সংঘর্ষে ছুরিকাঘাতে জিয়াউদ্দিন জিয়া (৪০) নামে যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে।
২০ নভেম্বর, বুধবার চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে দিবাগত রাত ৪ টার দিকে মারা যান তিনি।
এর আগে, শুক্রবার (১৫ নভেম্বর) রাতের দিকে হাজারীবাগ ২২ নং ওয়ার্ড বিএনপি অফিসের সামনে ছাত্রদলের সাথে সংঘর্ষে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে (আই সি ইউ) তে রেফার করেন।
মৃতের ভগ্নিপতি মোহাম্মদ জামিল উদ্দিন জামান, আমার শ্যালক জিয়া, হাজারীবাগ ২২ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন শুক্রবার (১৫ নভেম্বর) সে একটি অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বিএনপি'র অফিসের সামনে ছাত্রদলের সুমন মোল্লা, মাসুদ, বিল্লাল, রিপন সহ ৮ থেকে ১০ জন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মধ্যরাতে মারা যায় সে।
তিনি আরও বলেন, মৃত জিয়ার বাড়ি বাসা ১৫/১২ হাজারীবাগ ভাগলপুর এলাকায়। তার পিতা হাজী মোহাম্মদ আফতাব উদ্দিন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, হাজারীবাগে ধারালো অস্ত্রের আঘাতে যুবদলের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা অবগত আছে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]