
কুষ্টিয়ার দৌলতপুরে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।
বক্তব্য রাখেন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম, বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস মহাবিদ্যায়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম, পিপুল্স ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবুসাঈদ মো. আজমল হোসেন, বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী, ফিলিপনগর দাখিল মাদ্রাসার সুপার মো. আনিসুর রহমান।
সভায় বক্তাগন চলমান পরিস্থিতিতে শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সম্মানজনক অবস্থান রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ক জোরদার করা, শিক্ষা প্রতিষ্ঠানে ত্রৈমাসিক পরিকল্পনা তৈরী করা, সুষ্ঠ পরিবেশ রক্ষার কার্যক্রমে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, আমি আপনাদের শিক্ষা পরিবার নিয়ে শিক্ষক ও শিক্ষার মানসহ বিদ্যালয়ের ভবন উন্নয়নে কাজ করতে চাই। এরজন্য প্রয়োজন প্রতিষ্ঠানে নিয়ম নীতি-আইন কানুন মেনে চলা। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে বন্ধু সুলভ আচরন করে নিজের ছেলের মত অন্য শিক্ষার্থীদের খেয়াল রাখা এবং প্রতিটি বিদ্যালয়ের পরীক্ষার রেজাল্ট শতভাগ হয় সেদিকে নজর দেওয়া।
উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মতবিনিময় সভা পরিচালনা করেন, কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমেদ রাজু। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]