নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৬:২৩
নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের সদর উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।


১৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরে সদর উপজেলা কৃষি অফিস চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা একেএম মামুনুর রশিদ, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার প্রমুখ।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় নড়াইল পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ৭ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে।


এছাড়া ১ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার, ৮০০ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com