মোংলায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:৫৫
মোংলায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলায় রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে ।


১৯ নভেম্বর, মঙ্গলবার সকাল থেকে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করে বিএনপি।


বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্ট শেখ আঃ হালিম খোকনের নেতৃত্বে দিনভর মোংলায় এ লিফলেট বিতরণ করা হয়।


লিফলেট বিতরণকালে শেখ আঃ হালিম খোকন বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন।


তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।


এছাড়াও তিনি আরও বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এদেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।


এ সময় স্থানীয় বিএনপি নেতা এমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com