কুষ্টিয়ায় ইবি’র বাস চাপায় পথচারী নিহত
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৪:০১
কুষ্টিয়ায় ইবি’র বাস চাপায় পথচারী নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর ও বাসের চালককে গণপিটুনি দিয়েছে।


১৯ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহত বৃদ্ধ পথচারী শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা এবং তিনি পেশায় দর্জি ছিলেন।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বৃদ্ধ জাহিদুল ইসলাম নিজ দোকান খোলার জন্য বাই সাইকেল যোগে কাস্টম মোড়ের দিকে যাচ্ছিলেন। জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী একটি ডাবল ডেকার (দোতলা) বাসের সাথে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় জাহিদুল ইসলাম। এরপরও বাসচালক বাস না থামিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া দিয়ে বাসটিকে সেন্ট্রাল কলেজের সামনে থেকে আটক করে বাসের গ্লাস ভাঙচুর ও চালককে গণপিটুনি দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে আহত বাস চালক সেলিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। পরে নিহত জাহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com