নড়াইলে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৮:১৮
নড়াইলে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে ১৭ জন উদ্যোক্তার মাঝে ২ কোটি ১৯লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।


১৮ নভেম্বর, সোমবার দুপুরে শহরের আলাদাতপুর একটি গেস্ট হাউজ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে ও লীড ব্যাংক পূবালী ব্যাংকের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


পূবালী ব্যাংক পিএলসি খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শেখ মো. সামসুদ্দোহার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক খুলনা অঞ্চলের নির্বাহী পরিচালক এস.এম. হাসান রেজা,বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নড়াইলের উপ-মহা-ব্যবস্থাপক মনোতোষ সরকার, সোনালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার এজিএম এআরএম রকিবুল হাসান, জনতা ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক সাইফুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি নড়াইল শাখার ব্যবস্থাপক মো. মনছুর আলী, ইসলামী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক মো. আজিজুল ইসলাম প্রমুখ ।


বক্তারা বলেন- অতি ক্ষুদ্র, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও তাদের স্বাবলম্বী করে তুলতে সহজশর্তে ও কোনরকম হয়রানী ছাড়াই ঋণ প্রদানের অনুরোধ জানান।


সভায় আরো জানানো হয়, নড়াইলের ১৬টি ব্যাংকের মাধ্যমে চলতি বছরের জানুয়ারী মাস হতে নভেম্বর মাস পর্যন্ত সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে মোট ৪ কোটি ৯৮ লক্ষ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। নড়াইলের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সিএমএসএমই খাতে ১৭ জন নারী উদ্যোক্তাদের মাঝে ২ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। সমাবেশে জেলার সকল ব্যাংকের কর্মকর্তারা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।


বিবার্তা/শরিফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com