
ফেনীর ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
১৮ নভেম্বর, সোমবার ভোরে ছাগলনাইয়ার পৌর মাইক্রো স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ছাগলনাইয়া উপজেলার জয় চাঁদপুর গ্রামের আলি হোসেনের ছেলে।
জানা গেছে, এক মাদক কারবারি দুই বস্তা গাঁজা নিয়ে মাইক্রো স্ট্যান্ডে এসেছে, এমন সংবাদের ভিত্তিতে রবিবার (১৭ নভেম্বর) শেষরাতে মাইক্রো স্ট্যান্ডে অবস্থান নেয় পুলিশ। সিএনজি অটোরিকশা থেকে নেমে চট্টগ্রাম যাওয়ার জন্য মাইক্রো ভাড়া করছিল এক সন্দেহভাজন যুবক। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো দুটি বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, এই যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার (১৮ নভেম্বর) ফেনী আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]