নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ও কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) যৌথ উদ্যোগে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর, সোমবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে তারা।


মানববন্ধন থেকে ভোক্তাদের জিম্মি করে মূল্য বৃদ্ধির দায়ে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি করেন।


সিওয়াইবি নোবিপ্রবি সভাপতি মাহমুদুল হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের সিওয়াইবির সদস্য মাজহারুল ইসলাম রাকিব, নোবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. মুহসিন, নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি ভিপি মো. ফাহাদ হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিওয়াইবি সদস্য হোসাইন আহমেদ প্রমুখ।


মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইসমাঈলের কাছে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি জমা দেয়।


বিবার্তা/সুমন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com