তালায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:২৩
তালায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় ক্লাইমেট জাস্টিস ফোরামের উদ্যোগে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


১৭ নভেম্বর, রবিবার সকাল ১০টায় তালা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


তালা ক্লাইমেট জাস্টিস ফোরামের কো-কনভেনর অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন তালা উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক সেলিম হায়দার, বেসরকারি উন্নয়ন সংগঠন অ্যাওসেড লার্নিং অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার বাহালুল আলম ও অ্যাওসেড’র তালা উপজেলা প্রকল্প কর্মকর্তা চায়না দাস প্রমুখ।


এরপরে তালা প্রেসক্লাবের হলরুমে অ্যাওসেড’র উদ্যোগে কমিটির সদস্যদের নিয়ে উপজেলা পর্যায়ে জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীম সম্পর্কিত দক্ষতা বৃদ্ধি ও শিখনমূলক সভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, পৃথিবীর উন্নত দেশ জলবায়ু দূষণের নীতিমালা না মানার কারণে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে। বাংলাদেশসহ অনুন্নত দেশ তাদের অবহেলার কারণে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছি। জলবায়ু দূষণের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বছরের প্রায় ৬ মাস জলাবদ্ধতা থাকে। সে জন্য উন্নত বিশ্বকে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। এ অঞ্চলের সমস্যা সমাধানে সকল শ্রেণি পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের বায়ু দূষণ শূন্যের কোটায় না আনতে পারলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল এক সময় নদী হওয়ার সম্ভাবনা আছে। জলবায়ু দূষণ রোধে সরকারকে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।


বিবার্তা/সেলিম/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com