
ফেনীতে দেড় কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
১৭ নভেম্বর, রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় একটি বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
নিজ কার্যালয়ে পুলিশ সুপার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে তিশা প্লাটিনাম নামের একটি বাসে চোরাচালান যাচ্ছে কুমিল্লার দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার ব্রীজের উপর গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়।
এসময় দ্বিজেন্দ্র ধর নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তার স্যান্ডেলের সোল্ডে কসটেপ দিয়ে প্যাচানো ১০টি বার উদ্ধার করা হয়। যেগুলোর ওজন ১১৬৬ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা।
ধৃত দ্বিজেন্দ্র ধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]